This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

গতকাল রাতের ঘটনা, পান্থপথ থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে সিএনজিতে উঠলাম।

Image may contain: 1 person
গতকাল রাতের ঘটনা, পান্থপথ থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে সিএনজিতে উঠলাম। সিএনজিতে উঠেই দেখলাম উপরে ফ্যান ঘুরতেছে, ভাবলাম যাক ভালোই হল, আরামে যাওয়া যাবে! কিন্ত আস্তে আস্তে আরও অনেক কিছুই আবিষ্কার করতে থাকলাম, যেমন টিউবলাইট, ছাতা, কাগজ-কলম ইত্যাদি।
সিএনজি চালককে কারন জিজ্ঞেস করতেই এক এক করে সবকিছুই বলতে লাগল।
"মামা, ফ্যানটা আসলে ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ এবং অসুস্থ রোগীর জন্য লাগিয়েছি, জ্যাম আর গরমে অনেকেই অসুস্থ হয়ে যায় কিছুদির পর আরও গরম পড়বে তখন বেশী প্রয়োজন হবে। আর বৃষ্টির মৌসুমতো তাই ছাতা রাখছি।"
এবার একটু কৌতুহলী হয়ে জিজ্ঞাসা করলাম তাহলে এই খাতা-কলম কেনো, বলল অনেক সময় যাত্রীরা মোবাইলে কথা বলার সময় কারও মোবাইল নাম্বার লেখার প্রয়োজন হয়, তখন কিছুই পাওয়া যায় না, তাই রাখছি।
উনি আরও বলল, "মোবাইল, ল্যাপটপ চার্জ দেয়ার ব্যবস্থাও রাখছি।" সত্যি তো, তাকিয়ে দেখি স্মার্ট ডিভাইজগুলো চার্জ দেয়ার একটা সিস্টেম করা আছে তবে ল্যাপটপ চার্জ দেয়ার সিস্টেম ছিল না।
সিএনজির ছাদে লাগানো sun-protected কভার দেখিয়ে বলল, এটা লাগিয়েছি যেন যাত্রীদের রোদের তাপ বেশী না লাগে।
আমি মজা করার জন্য বললাম, এত কিছু করলেন কিন্ত মিউজিক সিষ্টেম নেই কেন? বলল, "গান শোনার দরকার নাই তবে খবর দেখা বা শোনার ব্যবস্থা করতে পারলে ভাল হত, কি বলেন!" আমি তার চিন্তাশক্তি দেখে অবাক হয়ে তাকিয়ে আছি।

গলায় ঝুলানো আইডি কার্ডটা দেখিয়ে বলল, এটা নীলক্ষেত থেকে করেছি, এক'শ টাকা লাগছে। এটাতে আমার নিজের এবং বাসার অন্য সবার মোবাইল নাম্বার দেয়া আছে, যদি কখনও দুর্ঘটনায় পড়ি তাহলে যেন আমার বাসার মানুষ খবরটা পায়, এজন্য এটা করিয়েছি।
আরও জানালো যে, কোন যাত্রী চাইলেই তাকে বিকাশ, ইউক্যাশ কিংবা মোবাইল রিচার্জের মাধ্যমে সিএনজি বিল পরিশোধ করতে পারবে। আবার কারও কাছে টাকা না থাকলে পরে টাকা দেবার কথা বলে মোবাইল নাম্বার রেখে দেন।
"কেউ যদি টাকা মেরে দেয়?" প্রশ্নটা শুনে বলল, "দুবার এরকম হয়েছিল, পরে ফোন করে বলেছিলাম, ভাই টাকা না দিলে আমার কোন ক্ষতি নাই তবে দেশের অনেক ক্ষতি হবে। উত্তরে তারা জিজ্ঞেস করেছিল কেন? আমি বলেছিলাম, আপনি টাকা না দিলে আর কাউকে টাকা না দিয়ে এক পাও এগুতে দিবো না, দেশের অনেক মানুষ আপনার জন্য এই সুবিধা আর পাবে না। এটা বলার পর তারা টাকা দিয়ে দিছে (হাসি)। আর খাইলে কতইবা খাইত একশ, দুইশ বা পাঁচশ।"
উনার ভবিষ্যত পরিকল্পনাও বলল, টাইম দেখার জন্য একটা ঘড়ি আর দিক নির্দেশনার জন্য একটা কম্পাস লাগাবেন শীঘ্রই। সিএনজিটা অন্য মালিকের হলেও পুরো সেটআপ উনি নিজের বুদ্ধি এবং অর্থ খরচ করে করেছেন শুধুমাত্র দেশের মানুষকে সেবা দেয়ার উদ্দেশ্যে।
উনার এই উদ্যোগের প্রশংসা না করে এড়িয়ে যাওয়া কঠিন। সত্যিই একজন সিএনজি চালক দেখিয়ে দিচ্ছে, ইচ্ছা থাকলে যেকোন ভাবেই, যেকোন স্থান থেকেই দেশের আর দেশের মানুষের সেবা করা যায়।
এই লেখা টি Mahfuzar Rahman এর ফেসবুক পোস্ট থেকে নেয়া।
এই ধরনের উদ্যোগকে অবশ্যই উৎসাহিত করা উচিত। তাই যত খুশি শেয়ার করে সবাইকে অনুপ্রেরনা দিন।

Image may contain: outdoor
Image may contain: 1 person
Share:

Grameenphone Reactivation Bondho SIM Offer! 29Tk Recharge 0.5Paisa/sec Any GP & 1 Poisha/sec to any other number

https://cdn01.grameenphone.com/sites/default/files/internet-package/2.5GB_Internet_English.png
Offer 1: GP 140MB 7Days 14Tk Internet  "Bondho Internet" Special Offer  Customer should be a non-data user since 31 October, 2016 Dial *121*3112#Applicable for all Pre-paid and Post-paid users Dial *121*3112# to activate the offer 140MB Open Internet at Taka 14 (VAT,SD,SC inclusive) valid for 7 days Customer should be a non-data user since 31 October,GP 2GB 7Days 129Tk Dial *121*3058#2GB at Tk 129 (Inclusive of SD+VAT+SC) valid for 7 Days Activation Code : *121*3058# This Internet offer will run until further notice Offer applicable for all prepaid and postpaid customers. Customer can activate unlimited time during this offer period After Internet Volume Expiration customers will be charged Tk .01/10KB

Share:

অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগদানের পূর্বে যে বিষয়গুলো জানা-আবশ্যক


Affiliate program এ যোগদানের জন্য এখন অনেক ধরনের সুযোগ তৈরি হয়েছে। অ্যাফেলিয়েট মার্কেটিং করার জন্য আপনি যে কোন প্লাটফরম ব্যবহার করতে পারেন । যেমন : Shareable, Amazon Associates বা ImpactRadius এরকম আরোও অনেক প্লাটফরম এখন আছে ও তৈরি হচ্ছে।

আপনার যারা Affiliate program এ যোগ দিতে ইচ্ছুক তাদের পূর্বেই কিছু বিষয় নিশ্চিত হওয়া আবশ্যক।

One time payment issue:

অ্যাফেলিয়েট মার্কেটিং এর জন্য যে কোন  প্লাটফরমকেই আপনি বিনামূল্যে একটি Profile Create করতে পারবেন। কিন্তু আপনার পন্য প্রচারের জন্য দরকার হবে বেশ শক্তিশালী কিছু রিসোর্স ও কৌশল যার মাধ্যম আপনি আপনার অ্যাফেলিয়েট মার্কেটিং প্রসারিত করতে পারবেন।
সর্বদা একটি ঝুঁকি আছে যে, আপনি আপনার প্রচেষ্টার জন্য পেমেন্ট নাও পেতে পারেন, এই ঝুঁকি এড়ানোর জন্য আপনাকে সর্বদা নিশ্চিত থাকতে হবে আপনি কোন ধরনের প্রডাক্ট / পণ্যে প্রমোটিং করবেন। আপনাকে প্রত্যেকটি প্রডাক্টের মার্কেট রিচার্জ করতে হবে। তারপর অবস্থা বুঝে যে ধরনের প্রডাক্টের চাহিদা বেশি সেই ধরনের প্রডাক্টের প্রমোশন করতে হবে। তাহলেই আপনি আপনার প্রচেষ্ঠার শতভাগ সুফল লাভ করবেন এবং সেই সাথে ঝুঁকিও এড়াতে পারবেন।

Checklist : একটি প্রাতিষ্ঠানিক পণ্য প্রচারের আগে পরীক্ষা-নিরীক্ষা করা অতিব জরুরি।

Payout method : পরিশোধ পদ্ধতি

এমন পরিস্থিতি কল্পনা করুন যেখানে আপনি একটি পণ্য প্রচার করছেন এবং আপনি এক হাজার ডলারের বেশি উপার্জন করেছেন, সেই মার্কেটপ্লেস এ যদি আপনার দেশের পক্ষান্তরে  Payout method এর কোন সুযোগ  না থাকে তাহলে আপনি  পণ্যের প্রমোটিং করতে পারবেন না।তাই যে কোন Affiliate marketplace এ কাজ করার পূর্বে অবশ্যই Ensure হয়ে নিন । মার্কেটিং এর Payout method গুলো কি কি মাধ্যমে সাপোর্ট করছে। নতুন কোন অ্যাফেলিয়েট মার্কেটিং যদি আপনি কাজ শুরু করার কথা ভাবচ্ছেন কিন্তু সাইটে গিয়ে দেখছেন তাদের Payout method সর্ম্পকে বিস্তর ধারণা পাচ্ছেন তাহলে প্রথমেই তাদের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করুন। এবং আপনার দেশের জন্য তাদের কি ধরনের পেআউট মেথড রয়েছে তা সর্ম্পকে জ্ঞাত হয়েনিন।

সবচেয়ে জনপ্রিয় Payment method গুলো বেশির ভাগ অ্যাফেলিয়েট মার্কেটপ্লসে থাকে । তবে নতুন যে সব মার্কেটপ্লেস বর্তমানে তৈরি হয়েছে তাদের সর্ম্পকে আগে-ভাগে জানা প্রয়োজন।

পেমেন্ট ম্যাথডগুলোর মধ্যে রয়েছে :
Paypal
Payoneer
Direct bank deposit
Check

Minimum Payout: সর্বনিম্ন পেআউট

নতুন যারা অ্যাফেলিয়েট মার্কেটিং এর সাথে জড়িত হতে ইচ্ছুক তাদের জন্য Most Common একটি টপিক হচ্ছে Minimum Payout. অনেকেই আছেন যারা মার্কেট প্লেসের সর্বনিম্ন পেআ্উট সর্ম্পকে না জেনেই Market place এ গিয়ে Sing-up করে কাজ শুরু করে । পরে দেখে যাই মার্কেট প্লেস এর পেআউট স্বাভাবিক মার্কেটপ্লেস এর চেয়েও বেশি তখন তাদের অনেক সময় ধরে আপেক্ষা করতে হয় । আবার কিছু মার্কেটপ্লেট আছে চিট করার জন্য অ্যাফেলিয়েট মার্কেটিং এর নামে সর্বনিম্ন পেআউট অ্যামাউন্ট ইচ্ছাকৃত ভাবে অনেক বেশি রাখে । যখন তাদের স্বার্থ-সিদ্ধ হয়ে যায় তারা চিট করে পেমেন্ট দেয় না। তাই স্বাভাবিক মার্কেটপ্লেস এর পে-আউট যেমন থাকে এরকম মার্কেটপ্লেস এ কাজ করতে হবে । এবং এ সর্ম্পকিত একটি ধারণা রাখতে হবে অবশ্যই কাজের পূর্বে,  কারণ আপনি অর্থ ইনকামের জন্য কাজ করছেন। তাই আপনার জানা উচিত আপনি কি পরিমাণ Amount কত দিনে মধ্যে কাজ করে সর্বনিম্ন কত পেআউট করতে পারবেন।বেশির ভাগ মার্কেট প্লেস যেমন Amazon market place এর অ্যাফেলিয়েট মার্কেটপ্লেস তারা আপনাকে সর্বনিম্ন ২০ ডলার থেকে ৫০ ডলার মধ্যেই পেআউট করতে দেয় । এর মধ্যকার তফাপ ঘটে যখন দেখা যায় বিভিন্ন ধরনের পেমেন্ট ম্যাথড ব্যবহার করা হচ্ছে। কারণ এক একটি পেমেন্ট ম্যাথডের বিভিন্ন রকমের নিদিষ্ট কিছু ডিফোল্ড পেআউট সিস্টেম থাকে। তাই আপনাকে সর্বদাই জানতে হবে আপনি যে মার্কেটপ্লেস এ কাজ করছেন তার সর্বনিম্ন পেআউট সর্ম্পকে ।

 Trustable Network Product/ : বিশ্বস্থ নেটওর্য়াক / প্রডাক্ট

আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে  বিভিন্ন লোকের কাছে তাদের চিন্তা-ভাবনা জিজ্ঞেস করেন, আপনি মিশ্র প্রতিক্রিয়া অনেক পাবেন। আপনার মনে হতে পারে এর কারণ কি ? তার কারণ হচ্ছে এই মার্কেটপ্লেস এর সম্ভাবনা নিয়ে সবাই কথা বলে কিন্তু এই মার্কেটপ্লেস এর মধ্যেকার কিছু খারাপ দিক হচ্ছে বর্তমান পরিস্থিতে অনেক মার্কেটপ্লেস তারা এই অ্যাফেলিয়েট মার্কেটপ্লেসকে কাজে লাগিয়ে প্রতারণা শুরু করছে। এমনও দেখা যায় অনেকে ই-কমার্স প্রতিষ্ঠান তাদের কার্যসিদ্ধির জন্য তাদের বিজনেস প্রসেসটাকে কনভার্ট করে দেয় এই অ্যাফেলিয়েটের মাধ্যমে আর প্রতারিত করছে মানুষকে। তাই এই মিশ্র প্রতিক্রিয়া হয় মানুষের মধ্যে । কিন্তু ভয়ের কোন কারণ নেই যদি আপনি একটি বিশ্বস্থ মার্কেটপ্লেস সর্ম্পকে প্রথমেই  জেনে নিতে পারেন তাহলেই আপনি আপনার টার্গেট ফিলাপ করতে পারবেন।
নতুন যারা অ্যাফেলিয়েট মার্কেটার হতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ অনুরোধ আপনারা  কখনোই প্রথম অবস্থায় কোন নতুন / অপরিচিত অ্যাফেলিয়েট মার্কেটপ্লেসে সাইপ-আপ করবেন না। কেননা বেশির ভাগ নতুন অ্যাফেলিয়েট মার্কেটপ্লেস তারা নতুন মার্কেটপ্লেসে বিভিন্ন ধরনের ফাদ পেতে রাখে যা আপনি কখনোই প্রথম অবস্থায় বুঝতে পারবন না। যেমন একটি নতুন ধান্দাবাজি মার্কেটপ্লেস আপনাকে অনেকবেশি পরিমাণ কমিশন দেওয়ার প্রমিজ করবে । কিন্তু সেজন্য আপনার প্রডাক্ট রেটিং এন্ড ডাবল ওয়ার্ক দিতে পারে। যা আপনি না বুঝে করলে শুধু শুধু পরিশ্রম হবে এবং সময় নষ্ট হবে। তাই নতুন যারা অ্যাফেলিয়েট মার্কেটিং এ আসতে চান তারা প্রথমেই একটি বিশ্বস্থ অ্যাফেলিয়েট মার্কেটপ্লেস নির্ধারণ করুন।

নিম্নে যে মার্কেটপ্লেসগুলোর নাম দেওয়া আছে তা বিশ্বব্যাপী কয়েকটি স্বীকৃত বিশ্বস্থ অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস যেখানে  আপনি সরাসরি জন্য আবেদন করতে পারেন :

ShareASale
Commission Junction
ClickBank
JvZoo
Impact Radius
Refersion
Amazon Associates
Growsumo
Rakuten
Avangate
Affiliate Window (Europe)
TradeDoubler (Europe)
vCommission (India)
Flipkart Affiliate (India)
Alibaba Affiliates
AliExpress Affiliates
iTunes Affiliates
eBay Partner Network
অাপনার মতামত জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন । কেননা অাপনাদের মতামতের উপর নির্ভর করেই অামার পরবর্তী পোষ্ট টপিকগুলো গুরুত্ব ও নিবার্চন করে থাকি।
Share:

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭

ক্যাপচা এন্ট্রি করে প্রতিমাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করুন


  • Hello ,সবাই কেমন আছেন? আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন । আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে ক্যাপচা এন্ট্রি ( Captcha entry ) করে অনলাইনে আয় করবেন । এটা খুব সহজ তবে আমি প্রথমেই বলে দি এটি নতুনদের জন্য এক্সপার্টরা দূরে থাকুন । এটি হচ্ছে আপনার অবসর সময়ের কাজ আপনার ফ্রি সময়টা ক্যাপচা এন্ট্রি এর পেছনে  দিলে কিছু টাকা আসলে খারাফ কি !

    ক্যাপচা এন্ট্রি করে প্রতিমাসে ১৫ থেকে ২০ হাজার 

    Captcha entry bangla tutorial
    অনলাইনে  আয় করার অনেক উপায় আছে ! এর মধ্যে এই গুলোর ধরণ আছে যেমনঃ কিছু আছে নতুনদের জন্য , কিছু আছে দক্ষ্যদের জন্য । আবার অনেকে আছে অনলাইনে আয় করতে চায় কিন্তু কোনো কাজ জানে না অথবা তারা অলস খুব একটা পরিশ্রম করতে আগ্রহী না তাদের জন্য এই আর্টিকেলটি লিখা । আপনাদের যে সাইটটি দেখাবো সেটি হচ্ছে ২ক্যাপচা , প্রথমে বলে রাখি এটি কোনো প্রফেশনালদের জন্য না । আপনি এইখান থেকে বড় কিছু প্রত্যাশা করতে পারবেন না , যদি চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইনের কাজগুলো শিখতে হবে  যেমনঃ ওয়েব ডিজাইন , এস ই ও , ডিজিটাল মার্কেটিং , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজগুলো শেখার পরে ভিবিন্ন মারকেটপ্লেসে কাজ করে বড় অংকের টাকা আয় করতে পারবেন তবে হ্যা আপনাকে দক্ষতার পাশা পাশি ভালো ইংলিশ ও জানতে হবে । যাই হোক , আমার আজকের পোস্টের বিষয় এটা না , তবে এই সব কথা না লিখলেই নয় তাই লিখলাম ।

    কিভাবে শুরু করবেন ?

    প্রথমে এইখানে ক্লিক করে সাইন আপ করুন । তারপরে কর্নার থেকে register এ ক্লিক করুন ।
    তারপরে প্রথম ঘরে আপনার ইমেইল দিন । দ্বিতীয় ঘরে আপনার পাসওয়ার্ড দিন , তৃতীয় ঘরে দ্বিতীয় ঘরে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি পুণরায় প্রবেশ করান । তারপরে register এ ক্লিক করুন । ব্যাস এখন শুধু ইমেইলে দেখবেন ২ক্যাপচা থেকে একটি মেইল আসছে মেইলের  নিচের লিংক এ ক্লিক করে ভেরিফাই করে ফেলুন ।

    কিভাবে আয় করবেন?

    একাউন্ট এ লগিন করলে নিচের মত একটা ইন্টারফেস দেখতে পাবেন , তারপরে start work এ ক্লিক করুন
    তারপরে start এ ক্লিক করলে নিচের মত একটা ছবি দেখতে পাবেন একে ক্যাপচা বলে ছবিতে ভিবিন্ন লিখা আছে আপনি ছবির লিখা গুলো এর নিচে বক্সে বসান , তারপরে enter চাপুন ।

    টাকা কিভাবে তুলবেন?

    নিম্নোক্ত পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি আপনার আয়কৃত টাকা তুলতে পারবেন
    *** টিউনটি পড়ে যদি মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে আপনি এটি  ফেসবুক, গুগল প্লাস, টুইটারে   শেয়ার করতে ভুলবেন না  ***
    সুযোগ পেলে আমার ব্লগ থেকে ঘুরে আসবেন Bangla tutorial
  • Share:

    কিস্তিতে একটি Laptop কিনতে চাচ্ছেন তাহলে পড়ুন


    Zbook W2 in One

    Zbook W2 in one কিস্তিতে বিক্রি করছে Ilife। ই-কমার্স সাইট পিকাবু ডটকমে এ সুবিধা পাওয়া যাবে। এর দাম ১৬ হাজার ৯৯০ টাকা । মাসিক ১ হাজার ৪১৬ টাকায় মোট ১২ মাসের কিস্তিতে এটি কেনা যাবে। আইলাইফের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ দশমিক ১ ইঞ্চি মনিটরের এই Laptop আছে ২ জিবি Ram ও 2gb internal Memory । Keyboard display থেকে খুলে ট্যাব হিসেবে ব্যবহার করা যায়। এর ব্যাটারির ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার । সামনে ও পেছনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা  আছে।
    এই পোষ্টিতে যদি অাপনার মতামত জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন । কেননা অাপনার চাওয়ার পাওয়ার উপর কেন্দ্র করেই অামার পরবর্তী পোষ্ট টপিকগুলো গুরুত্ব ও নিবার্চন করে থাকি।

    IT CARE WORLD এর সাথে যুক্ত হতে পারেন আপনিও অার সাথে থাকছে দারুন কিছু অফার বিস্তারিত জানতে Click করুন।

    Share:

    বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

    আচমকা ল্যাপটপ বন্ধ হলে কী করবেন?ভয় পাবার কিচ্ছু ণাই!

    আচমকা ল্যাপটপ বন্ধ হলে কী করবেন?ভয় পাবার কিচ্ছু ণাই!ল্যাপটপ চলতে চলতে হঠাত্ বন্ধ হয়ে গেলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ল্যাপটপ হঠাত্ করে বন্ধ হয়ে যাওয়ার এ সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগের প্রযুক্তি বিশ্লেষকেরা এ ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন।
    ল্যাপটপে কাজ করার সময় বেশ কিছু সুবিধা পাওয়া যায়, তবে যখন কাজের সুবিধার পরিবর্তে ল্যাপটপ অসুবিধা তৈরি করে তখন বিরক্তি লাগে। এ ধরনের পরিস্থিতিতে সবার আগে জানার প্রয়োজন পড়ে ঠিক কী কারণে ল্যাপটপ বন্ধ হয়ে যাচ্ছে আর এরকম ঘটতে থাকলে ল্যাপটপ নিয়ে কী করা যায় সে বিষয়গুলো। ল্যাপটপ যাতে হঠাত্ বন্ধ হয়ে না যায় সেক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ নেয়া যেতে পারে।
    কেন বন্ধ হচ্ছে ল্যাপটপ?
    ল্যাপটপ হঠাত্ করে বন্ধ হয়ে যাওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। এর মধ্যে তিনটি পরিচিত কারণ রয়েছে। এ তিনটি কারণে মূলত আচমকা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ তিনটি ঘটনায় ল্যাপটপ বন্ধ হয়ে গেলে তা নিজে সমাধান করা সহজ।

    প্রথম কারণ: বাহ্যিক
    ল্যাপটপ বন্ধ হওয়ার প্রথম কারণ হচ্ছে বাহ্যিক। ল্যাপটপ থেকে নির্গত অতিরিক্ত তাপের কারণে ল্যাপটপ গরম হয়ে এটা ঘটতে পারে। ল্যাপটপের ভেতর ধুলা জমে বা ল্যাপটপ থেকে বাতাস বের হতে না পারলে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যায়। ল্যাপটপে টানা গেম খেলা, ভিডিও চালানো বা দীর্ঘক্ষণ কাজ করা হলে ল্যাপটপের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং ল্যাপটপ গরম হয়ে যায় যা ল্যাপটপ হঠাত্ বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে।

    দ্বিতীয় কারণ: অপর্যাপ্ত মেমোরি
    মানুষের মস্তিষ্কের মতোই ল্যাপটপের  র্যামে বিভিন্ন তথ্য ও প্রোগ্রাম চালু থাকে। র্যামের ক্ষমতার অতিরিক্ত চাপ পড়লেই বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে। এতে ল্যাপটপের গতি কমে যায়। এমনকি প্রসেসরের ওপর চাপ পড়লেই ল্যাপটপ বন্ধ হয়ে যায়। এমনকি ব্লু স্ক্রিন এর মতো ঘটনা ঘটতে পারে।

    তৃতীয় কারণ: সফটওয়্যার সম্পর্কিত
    বায়োসের সমস্যা থেকে শুরু করে সফটওয়্যার বাগ, ম্যালওয়্যার ও ভাইরাসের কারণেও ল্যাপটপ হঠাত্ বন্ধ হয়ে যেতে পারে।

    দ্রুত কী ব্যবস্থা নেবেন?
    ল্যাপটপ হঠাত্ হঠাত্ বন্ধ হয়ে যেতে দেখলে এর কারণ যাই হোক না কেনো সব সময় প্রাথমিক কিছু পদক্ষেপ নিতে পারেন।
    ১. প্রথমত যে প্রোগ্রামটির কারণে সমস্যা দেখা দিচ্ছে সেটা বন্ধ করে দিন। যদি একটি প্রোগ্রাম চালু থাকার সময় ল্যাপটপে সমস্যা দেখা যায় তবে সে প্রোগ্রামটি বন্ধ করলেই সমস্যা সাময়িক সমাধান হয়ে যায়। তবে অনেক ক্ষেত্রে প্রোগ্রামটি বন্ধ করতে গিয়েও সমস্যা দেখা যায়। প্রোগ্রাম যদি আনরেসপনসিভ বা বন্ধ হতে না চায় তবে টাস্ক ম্যানেজারে গিয়ে তা বন্ধ করে দিতে পারেন। আবার কন্ট্রোল+অলটার+ডিলিট চেপেও প্রোগ্রামটি বন্ধ করা যায়। এ ছাড়াও কন্ট্রোল+শিফট+ইএসসি. চেপেও প্রোগ্রাম বন্ধ করতে পারেন।
    ২. যদি প্রোগ্রাম কোনোভাবেই বন্ধ করা না যায় তবে তখন শক্ত ব্যবস্থা নিতে হবে। অধিকাংশ ল্যাপটপের ক্ষেত্রে বেশ কিছুসময় ধরে পাওয়ার বাটন চেপে ধরে রেখে ল্যাপটপ বন্ধ করে দিতে হবে। সাধারণ সময়ের চেয়ে বেশিক্ষণ পাওয়ার বাটন চেপে রাখলে পাওয়ার বন্ধ হয়ে যায়। এতেও যদি সমস্যার সমাধান না হয় তবে বিদ্যুত্ সংযোগ সরিয়ে ফেলুন এবং ব্যাটারি খুলে ফেলুন।
    ৩. দ্বিতীয় ধাপটি হচ্ছে ল্যাপটপ কতটুকু গরম হয়েছে তা পরীক্ষা করা। হাতে স্পর্শ করেই ল্যাপটপ অতিরিক্ত গরম হয়েছে কিনা তা পরীক্ষা করতে পারবেন। তবে সরাসরি হাত দিয়ে পরীক্ষার সময় অবশ্যই সচেতন থাকবেন যাতে হাত পুড়ে না যায়। ল্যাপটপ থেকে বাতাস বের হতে কোনো সমস্যা হচ্ছে কী না বা ধুলা জমেছে কিনা পরীক্ষা করে দেখুন।

    সারাইখানা
    ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা সাধারণত ধুলো পরিষ্কার করলেই সেরে যায়। অনেক ক্ষেত্রে ল্যাপটপের ফ্যান বা হিট সিঙ্ক ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। এ ধরনের সমস্যায় করণীয়গুলো ইন্টারনেটে সার্চ দিলেই নানা টিউটোরিয়াল থেকে জেনে নিতে পারবেন। তবে নিজে ল্যাপটপ খোলার ঝুঁকি নিতে না চাইলে অবশ্যই পেশাদার সারাইখানায় নিয়ে সমস্যা সমাধার করে নিতে পারবেন।
    ল্যাপটপের মেমোরি সমস্যা সমাধান করতে হলে আপনার ল্যাপটপে মেমোরি দখল করেছে কোন প্রোগ্রাম তা বের করুন। টাস্ক ম্যানেজারের ‘প্রসেস’ ট্যাব থেকে আপনি আপনার ল্যাপটপের চলমান প্রসেসগুলো জানতে পারবেন। কোনো প্রোগ্রাম চালু না করে আপনি কোন প্রোগ্রাম কতটুকু জায়গা নিয়েছে তা দেখে নিতে পারবেন। যদি কোনো প্রোগ্রাম চালু না থাকা অবস্থায় অনেক বিশাল জায়গা ব্যবহূত হচ্ছে দেখায় তবে সমস্যা রয়েছে বলেই ধরে নিতে হবে।  যদি ফিজিক্যাল মেমোরির বেশির ভাগ খালি থাকে তবে সর্বশেষ ব্যবহূত প্রোগ্রামটি আবার চালু করে দেখতে পারেন। এভাবে ব্যবহূত অ্যাপ্লিকেশনগুলো কতটুকু মেমোরি ব্যবহার করছে পরীক্ষা করে দেখতে পারেন। উইন্ডোজ মেমোরি ডায়াগনস্টিক টুল থেকে মেমোরি টেস্ট  দিয়েও এ পরীক্ষা চালাতে পারেন। যদি জায়গার স্বল্পতা দেখায় তবে অবশ্যই আপনাকে কিছু প্রোগ্রাম আন ইনস্টল করে জায়গা ফাঁকা করতে হবে। মেমোরি দখল করে এমন অপ্রয়োজনীয় ফাইল, প্রোগ্রাম সরিয়ে ফেলুন এবং হার্ডড্রাইভে অধিকতর ফাইল সংরক্ষণ করুন। ল্যাপটপে র্যাম বাড়ান এবং মেমোরি উন্মুক্ত রাখুন।
    ল্যাপটপে যদি সফটওয়্যার জনিত সমস্যা হয় তবে দুটি উপায়ে সমাধান করা যেতে পারে। একটি হচ্ছে সিস্টেম রিস্টোর পদ্ধতি। সিস্টেম টুলস ফোল্ডার থেকে সিস্টেম রিস্টোর করে ল্যাপটপকে একেবারে প্রথম থেকে চালু করা যায়। দ্বিতীয় সমাধান হচ্ছে ল্যাপটপের ড্রাইভার আপডেট ও ভাইরাস স্ক্যান।

    ল্যাপটপের ব্যাটারি আয়ু বাড়ানোর পরামর্শ

    ল্যাপটপে গুরুত্বপূর্ণ কাজ করছেন অথচ এমন সময়ে দেখলেন ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ায় হঠাত্ বন্ধ হয়ে যেতে পারে ল্যাপটপ।  অধিকাংশ ল্যাপটপে সময়ের সঙ্গে সঙ্গে ল্যাপটপের ব্যাটারির আয়ু কমে যাওয়ার সমস্যা দেখা যায়। খুব বেশি কাঠখঢ় না পুড়িয়েও কয়েকটি ছোট পরামর্শ মেনে চললে ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব।

    ব্রাইটনেস কমাতে পারেন
    মুঠোফোনের মতো ল্যাপটপের ডিসপ্লে অতিরিক্ত চার্জ ব্যবহার করে ব্যাটারির আয়ু কমিয়ে দেয়। তাই ডিসপেস্নর ব্রাইটনেস বা উজ্জ্বলতা যতটা সম্ভব কমিয়ে রাখতে পারেন। এ ছাড়া কিবোর্ডের ব্যাকলাইট বন্ধ করে রাখুন।

    ইউএসবি সাবধানতা
    ইউএসবির মাধ্যমে ল্যাপটপে যুক্ত করা এক্সটার্নাল পণ্য ল্যাপটপের ব্যাটারি থেকে চার্জ গ্রহণ করে। ব্যাটারির আয়ু বাড়াতে কাজ শেষ হলেই এক্সটার্নাল ডিভাইসগুলো সরিয়ে ফেলুন। ইউএসবি থেকে ভাইরাস ল্যাপটপে আসতে পারে। তাই ইউএসবি ব্যবহারে সতর্ক থাকুন। ব্যবহারের আগে স্ক্যান করে নিন।

    ল্যাপটপ ঠান্ডা রাখুন
    ল্যাপটপ অতিরিক্ত গরম হলে এর ভেতরের পাখা দ্রুত ঘুরতে থাকে, যা ব্যাটারি থেকে অতিরিক্ত চার্জ ব্যবহার করে। তাই ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে ল্যাপটপ কুলার ব্যবহার করতে পারেন। ল্যাপটপ স্ট্যান্ডবাই মোডে রাখার চেয়ে হাইবারনেট মোডে রাখুন।


    পাওয়ার প্ল্যান সেট আপ
    উইন্ডোজনির্ভর ল্যাপটপগুলোতে পাওয়ার প্ল্যান সেটিংস বিল্ট ইন থাকে। এই পাওয়ার প্ল্যান থেকে সুবিধামতো অতিরিক্ত চার্জ গ্রহণ করে, এমন বিষয়গুলো বন্ধ করে রাখতে পারেন।

    পেশাদারদের কাছে যাবেন কখন?
    ল্যাপটপের সমস্যা সমাধানের এ সাধারণ উপায়গুলো যখন ব্যর্থ হবে তখনও হতাশ হওয়া কোনো কারণ নেই; আছে, আর দুটি পথ খোলা রয়েছে আপনার সামনে। একটি হচ্ছে সার্চ ইঞ্জিন গুগলে অনুসন্ধান করা। ল্যাপটপের মডেল নম্বর ও সমস্যার কথা লিখে গুগলে সার্চ দিন। আপনার ল্যাপটপের সমস্যা জানিয়ে নির্মাতা প্রতিষ্ঠান বরাবার মেইল করতে পারেন। যে প্রতিষ্ঠানের কাছ থেকে ল্যাপটপ কিনেছেন তাদের সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন।
    যখন আর কোনো উপায়ই কাজে আসবে না তখন কম্পিউটার মেরামতের দোকান বা সারাইখানার খোঁজ করবেন। আপনার আশে পাশে পরিচিত অনেক কম্পিউটার সারাইখানাই পাবেন, যেখানে হঠাত্ হঠাত্ বন্ধ হয়ে যাওয়া ল্যাপটপ সমস্যা নিয়ে অনেকে যান। এসব সারাইখানায় অনেক বড় সমস্যা দেখিয়ে প্রচুর অর্থ দাবি করে। ল্যাপটপ সারাই করার খরচ সর্বনিম্ন এক হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত চাওয়া হয়। ল্যাপটপের সামান্য সমস্যায় অনেককেই বিপর্যস্ত হতে দেখা যায়, সমস্যা সমাধানের সামান্য কিছু কৌশল জানা থাকলে সমস্যা সমাধান করা যায় নিজেই।আচমকা ল্যাপটপ বন্ধ হলে কী করবেন?ভয় পাবার কিচ্ছু ণাই!
    Share:

    1-8 এমবি স্পিডে নেট চালান ১০০% Working And prof

    আসসালামুয়াল­াইকুম বন্ধুরা,
    .
    আশা করি সবাই ভালো আছেন কারন OurTechBD এর সাথে যারা আছে তারা সব সময় ভালোই থাকে,

    আছকে দেখাবো কিভাবে ১-৮এমবি স্পিডে নেট চালাবেন।

    সুরুতে Internet Speed Metar Pro Version নামাবেন।
    পরে ওপেন

    এখানে যান পরে

    এই দুই খানে টিক দিয়ে দেন।

    কাজ এই টুকুই
    এভাবেয় Setting করুন।

    Prof
    না বুজলে ভিডিও দেখুন
    নোট: যারা না বুজবেন কমেন্ট করুন অ্যান্ড কোন সমস্যা হলে কমেন্ট করুন।

    ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
    Share:

    টাইটানিকের শেষ ডিনারের মেনুলিস্টে কী ছিল!

    টাইটানিকের শেষ ডিনারের মেনুলিস্টে কী ছিল!
    এটা এমন জাহাজ, যা কোনো দিন ডুববে না'- এমন জাহাজ যা কখনো ডুববে না। " এমনটাই বলা হয়েছিল টাইটানিক সম্পর্কে।

    টাইটানিক, স্বপ্নের প্রমোদতরী। এক বিস্ময়। এক ইতিহাস। ১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে যাত্রা শুরু হয়েছিল টাইটানিকের। গন্তব্য ছিল নিউ ইয়র্ক।

    যে জাহাজ কখনও ডুববে না বলা হয়েছিল, আইসবার্গের আঘাতে যাত্রা শুরুর ৪ দিনের মাথাতেই বরফশীতল অতলান্তিকের পানিতে সলিল সমাধি ঘটেছিল তার।

    ১৪ এপ্রিল, রাত তখন ১১টা ৪০। উপস্থিত এক ক্রু মেম্বারের কথায়, 'কাপড় ছেঁড়ার মতো একটা আওয়াজ, এর থেকে বেশি কিছু নয়'... ধাক্কা লাগে আইসবার্গের সঙ্গে স্বপ্নের প্রমোদতরীর। প্রথম শ্রেণির যাত্রীরা তখন ব্যস্ত 'এপিক ডিনারে'।

    প্রথম শ্রেণির যাত্রীদের জন্য প্রথম থেকেই প্রতিদিন স্পেশাল মেনুর ব্যবস্থা ছিল টাইটানিকে। ডিনার টেবিলে খোশগল্প-আলোচনাতেই ৪-৫ ঘণ্টা সময় কাটাতেন প্রথম শ্রেণির যাত্রীরা।

    ১৪ এপ্রিল রাতেও তার ব্যতিক্রম ছিল না। কী ছিল সেই মেনু লিস্টে? প্রায় ১০ কোর্সের মেনুলিস্ট...

    প্রথমেই ছিল ওয়েস্টার। সঙ্গে ছিল ওলগা নামে একধরনের স্যুপ। তারপরেই মেনুতে ছিল মুসেলিন সসে হাল্কা করে পোচ করা আতলান্তিক স্যালমন। চতুর্থ ও পঞ্চম কোর্সে ছিল হাইপ্রোটিন ডিশ।

    মিগনন লিলির ফিলেট, চিকেন লায়োনাইজ, মিন্ট দেয়া ভেড়ার মাংসের পদ, রোস্ট করা ডাকলিং, বিফের সঙ্গে আলুর একটি পদ। সাইড ডিশ হিসেবে ছিল ক্রিমড ক্যারোট, মটরশুঁটি দিয়ে বয়েলড রাইস, সেইসঙ্গে আলু সেদ্ধও।

    প্রতিটি কোর্সের পরই মুখের স্বাদবদলের জন্য ছিল 'পাঞ্চ রোমেইন'। ওয়াইন, রাম ও শ্যাম্পেন দিয়ে তৈরি বিশেষ ধরনের একটি ড্রিংক।

    এছাড়াও ছিল চারট্রিউজ জেলি, চকোলেট, ভ্যানিলা, ওয়ালডর্ফ পুডিং, ফ্রেঞ্চ আইসক্রিম প্রভৃতি। একদম শেষপাতে রকমারি ফল, বাদাম ও চিজ।

    সবশেষে কফি, সিগার ও কর্ডিয়াল। অর্কেস্ট্রার বাদ্যের সঙ্গে এলাহি ভূরিভোজের আয়োজনে ডাইনিং রুমে তৈরি হতো এক অন্যরকম মাদকতা।
    Share:

    মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

    ব্যক্তিগত ওয়েব সাইট অথবা প্রতিষ্ঠান যেকোনো ধরনের ওয়েবসাইট খোলার জন্য কি লাগে দেখে নিন

    ব্যক্তিগত ওয়েব সাইট অথবা প্রতিষ্ঠান যেকোনো ধরনের ওয়েবসাইট খোলার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় একটি ডোমেইন নেম এরপর প্রয়োজন হয় ডোমেইনটি হোস্ট করার জন্য ওয়েব স্পেস। সারা বিশ্বে অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা ডোমেইন এবং হোস্টিং সেবা প্রদান করে থাকে। তবে ডোমেইন ও হোস্টিং এর ক্ষেত্রে কিছু বিষয় সম্পর্কে ভালো করে জেনেশুনে, ভালো কোনো প্রতিষ্ঠান থেকেই নেয়াই ভালো। না হলে পরবর্তীতে নানা ধরনের বিপত্তির সম্মুখীন হতে হয়। নিচের বিষয়গুলো একটু ভালোভাবে বুঝে শুনে নিলে পরবর্তীতে এ নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হয় না। ওয়েব সাইট তৈরী করতে হলে তিনটা বিষয় জানতে হবে ১. ওয়েব পেজ ডিজাইন, ২. ডোমেইন (সাবডোমেইন) রেজিষ্ট্রেশন ও ৩. ওয়েব পেজ হোষ্টিং। প্রতিষ্ঠান যেকোনো ধরনের ওয়েবসাইট খোলার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় একটি ডোমেইন নেম। এরপর প্রয়োজন হয় ডোমেইনটি হোস্ট করার জন্য ওয়েব স্পেস। সারা বিশ্বে অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা ডোমেইন এবং হোস্টিং সেবা প্রদান করে থাকে। তবে ডোমেইন ও হোস্টিং এর ক্ষেত্রে কিছু বিষয় সম্পর্কে ভালো করে জেনেশুনে, ভালো কোনো প্রতিষ্ঠান থেকেই নেয়াই ভালো। না হলে পরবর্তীতে নানা ধরনের বিপত্তির সম্মুখীন হতে হয়। নিচের বিষয়গুলো একটু ভালোভাবে বুঝে শুনে নিলে পরবর্তীতে এ নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হয় না। ডোমেইননেম কি? ডোমেইন হচ্ছে আপনার আইডিন্টিফিকেশন ব্যান্ড যা ইন্টারনেটে আপনার অ্যাডমিনিসস্ট্রেটিভ অটোনমি, অথরিটি এবং কন্ট্রোল প্রকাশ করে। ওয়েব ঠিকানা তৈরীর ধাপ সমূহ ডোমেইন রেজিস্ট্রেশন ওয়েব সাইট তৈরী করতে প্রথমেই আপনার প্রয়োজন একটি ডোমেইন নাম। আপনার কাংখিত ডোমেইন নামটি যদি ইতিপূর্বে কেউ রেজিস্ট্রেশন করে ফেলে তাহলে এর সাথে কিছু একটা যোগ করে দিতে হবে। ডোমেইনের নাম পছন্দ করতে কোন প্রতিষ্ঠান কিংবা বিশেষজ্ঞের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ডোমেইন নেম চেক করার জন্য বেশ কিছু সাইট রয়েছে। পাশাপাশি প্রতিটি হোস্টিং প্রতিষ্ঠানের ওয়েব সাইটে ডুকেও আপনি নাম খালি আছে কিনা চেক করে নিতে পারেন। আপনার প্রতিষ্ঠানের ধরণ বুঝে ডোমেইন নেমের এক্সটেনশন বেছে নেয়া উচিত। যেমন আপনি যদি কোন কোম্পানির জন্য ওয়েবসাইট করেন তাহলে শেষে ডট কম বেছে নিন। কোন অর্গানাইজেশনের ওয়েবসাইট করতে চাইলে শেষে ডট ওআরজি বেছে নিন। এমনি করে ইনফরমেশন ভিত্তিক সাইটের জন্য ডট ইনফো, নেট ওয়ার্কিংয়ের জন্য ডট নেট, মোবাইল কোম্পানির জন্য ডট মোবি এবং ব্যবসায়ের জন্য ডট বিজ ব্যবহার করুন। এতে আপনার ওয়েব এড্রেসের নাম দেখেই সাইটের ব্যাপারে একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন সবাই। আন্তর্জাতিকভাবে, জনপ্রিয় টপ লেভেল ডোমেইন গুলোর বার্ষিক মূল্য প্রায় ৭ ইউএস ডলার যা বাংলাদেশী টাকায় রুপান্তর করলে প্রায় ৬০০ টাকার মত হয়। আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ বিভিন্ন মূল্যে ডোমেইন রেজিস্ট্রেশন করে থাকে। কিছু ব্যবসায়ী ৭০০ থেকে ১০০০ টাকায় ডোমেইন রেজিস্ট্রেশন করিয়ে থাকে। আবার কিছু ব্যবসায়ী বিনামূল্য থেকে শুরু করে ২০০/৩০০ টাকায়ও ডোমেইন রেজিস্ট্রেশন করিয়ে থাকে। সত্যিকার অর্থে ৬০০ টাকার চেয়ে কম মূল্যে কোন ব্যবসায়ীর পÿে ডোমেইন বিক্রি করে লাভ করা সম্ভব নয়। যদি কেউ এই ধরনের অফার দিয়ে থাকে তাহলে বুঝতে হবে হয়তো তারা মার্কেট ধরার জন্য ভর্তুকি দিচ্ছে নয়ত এখানে অন্য কোন মার্কেটিং পলিসি কাজ করছে। বাজেট প্রত্যেকেরই একটা আনুমানিক বাজেট থাকে যার মধ্যে সে হোস্টিং কিনবে। একই সাথে ভাল মানের এবং কম টাকার মধ্যে কিনতে হলে অবশ্যই আপনাকে বাজার ঘুরে দেখতে হবে। আপনার বাজেট নির্ধারণ অবশ্যই বাস্তব সম্মত হতে হবে।একটা কথা মনে রাখতে হবে যেমন টাকা পে করবেন তেমন সার্ভিস পাবেন। আপনি যেমন ডিমের দামে মুরগী পাবেন না তেমনি হোস্টিং এর ক্ষেত্রেও তা প্রযোজ্য। একটা ডেডিকেটেড সার্ভারের প্রাইস ১৫০-৫০০ ডলার প্রতি মাসে এখন আপনি যদি ৫০ জিবি স্পেস ২ ডলার মাসে চান তাহলে আপনাকে ডাউনটাইম, সাইট স্লো লোডিং এসব বিষয় সহ্য করতে হবে। তাই কেনার আগে এ বিষয়টি ভেবে দেখুন। সস্তার তিন অবস্থা এই কথাটি মাথায় রাখুন। ডিস্ক স্পেস আপনাকে স্পেস এর কথা চিন্তা করতে হবে। আপনার ওয়েব সাইটের জন্য কতটুকু স্পেস লাগবে তা হিসাব করে নিন। আপনি যদি ব্যক্তিগত ওয়েব সাইট করতে চান যাতে শুধু কয়েকটা পেজ থাকবে তাহলে ৫০ এমবি স্পেসই যথেষ্ট। আর যদি চিন্তা ব্যক্তিগত ব্লগ টাইপের ওয়েব সাইট হবে তাহলে ২০০-৫০০ এমবি স্পেসই যথেষ্ট। আর আপনি যদি চিন্তা করেন ছবি, গান, ভিডিও রাখবেনতবে আপনাকে বড় ওয়েব স্পেসের দিকে নজর দিতে হবে। অনেকেই দেখা যায় ১০০ এমবি হোস্টিং যথেষ্ট সাইট হোস্ট করার জন্য কিন্তু কিনে ফেলেন ১-৫০ জিবি। বছর বছর টাকা দিয়ে যাচ্ছেন কিন্তু ব্যবহার করতেছেন ১০০ এমবি। তাই অযথা স্পেসের জন্য অতিরিক্ত টাকা না দিয়ে সবচেয়ে ছোট প্লান থেকে শুরু করুন। আপনার যদি স্পেস বেশি প্রয়োজন পড়ে তাহলে পরবর্তী প্লানে আপগ্রেড করে নিবেন। এবং প্রায় সব কোম্পানিই আপগ্রেড সুবিধা দিয়ে থাকে। আনলিমিটেড স্পেসের ফাঁদে পা দিবেন না। এটা একটা মার্কেটিং ট্রিকস। কোন কোম্পানিরই আনলিমিটেড স্পেস দেয়া সম্ভব না। একবার চিন্তা করুন তো আপনি মার্কেটে আনলিমিটেড হার্ডডিস্ক দেখেছেন কি না। সার্ভারও আমাদের পিসির মতোই। ব্যান্ডউইথ প্রতিবার পাঠক / দর্শক যতগুলো পেজ আপনার ওয়েবসাইট ভিজিট করে, ততগুলো পেজ, ছবি, গান, ভিডিও অর্থাৎ ওইসব পেজে যা কিছু আছে সবগুলোই পাঠকের কম্পিউটারে ডাউনলোড হয়। প্রাথমিক অবস্থায় একটা সাইটের ১ জিবি ব্যান্ডউইথই যথেষ্ট। পারসোনাল সাইটের জন্য এর চেয়ে বেশি লাগার কথা না। আর আপনার সাইটে যদি প্রচুর ইমেজ, ভিডিও ইত্যাদি থাকে তাহলে প্রচুর ব্যান্ডউইথ লাগতে পারে। ১০-১০০ জিবি অথবা তারচেয়ে ও বেশি। আপটাইম/SLA গ্যারান্টি একটি ওয়েবসাইটের জন্য আপটাইম বিষয়টি খুবই জরুরি। হোস্টের সার্ভার যতক্ষন সচল থাকবে, আপনার ওয়েবসাইটও ততক্ষন সক্রিয় থাকবে। এটা কেবলমাত্র পাঠকের জন্যই গুরুত্বর্পূণ নয়, বরং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেও অনেক গুরুত্ববহন করে। পাঠক একবার আপনার ওয়েবসাইটে আসে দেখলো আপনার ওয়েবসাইট কাজ করছে না, তখন তার মনে বিরূপ প্রতিক্রিয়া হবে এবং সে ভবিষ্যতে নাও আসতে পারে। ঠিক তেমনি সার্চ ইঞ্জিনের বট ইনডেক্সের সময় ওয়েবসাইট ডাউন থাকলে, সে ফিরে যাবে এবং আপনি আপনার ওয়েবসাইট ইনডেক্স হওয়া থেকে বঞ্চিত হবেন।এখন প্রতিটি হোস্টিং কোম্পানিই ৯৯.৯% টাইম সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এদের প্রকৃত আপটাইমের হিসেব পাওয়া সম্ভব নয়। তাই কেনার আগে গুগলে যে কোম্পানি থেকে কেনার কথা চিন্তা করছেন সে কোম্পানির নামের সাথে আপটাইম শব্দটি লাগিয়ে সার্চ দিন। যেমন- socheaphost uptime লিখে সার্চ দিলে আপনি socheapost.com এর আপটাইম সম্পর্কে জানতে পারবেন। আর কোম্পানি যদি কোন মাসে আপটাইম গ্যারান্টি রক্ষা না করতে পারে তাহলে সে জন্য ক্রেডিট প্রদান করে কি না চেক করে নিতে হবে। কোম্পানির ওয়েব সাইটে টার্মস অব সার্ভিসেস লিংকে এ সম্পর্কিত বিস্তারিত লেখা থাকে। মানিব্যাক গ্যারান্টি মানিব্যাক গ্যারান্টি অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয়। অনেক কোম্পানিই ৩০ দিনের মানিব্যাক গ্যারান্টি দিয়ে থাকে। কেনার আগে নিশ্চিত হয়ে নিন কোম্পানি মানিব্যাক গ্যারান্টি দিচ্ছে কিনা। প্রতিষ্ঠানের সামগ্রিক অবস্থা হোস্টিং কেনার আগে হোস্টিং কোম্পানি ভাল না মন্দ তা জেনে নেয়ার চেষ্টা করুন। কোম্পানি সম্পর্কে ইউজারদের দৃষ্টি ভঙ্গি কেমন তা কোম্পানির রিভিউ দেখলেই বুঝতে পারবেন। যেমন- গুগলে গিয়ে socheaphost review লিখে সার্চ দিলে socheaphost সম্পর্কে ব্যবহারকারিদের মতামত জানতে পারবেন। কোম্পানি যেসব বিলিং সফটওয়্যার ব্যবহার করে তা বৈধ্য উপায়ে করে কি না। নাকি চোরাই সফটওয়্যার ব্যবহার করে তা নিশ্চিত হয়ে নিন। যারা চোরাই স্ক্রিপ্ট ব্যবহার করে সার্ভিস দেয় তাদের থেকে ভাল কিছু আশা করা ঠিক হবে না। সাপোর্ট আজকের দুনিয়ায় সাপোর্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সার্ভার যদি কখনো ডাউন হয় আর যদি তা জানাতে এবং উত্তর পেতে কয়েক দিন লেগে যায় তাহলে লক্ষ ভিজিটর হারাতে পারেন। আর যদি আপনি রিসেলার ক্লাইন্ট হোন তবে তো মহা বিপদে পড়বেন। আপনার ক্লাইন্টকে কোন উত্তর দেয়ার মতো কিছু থাকবে না। তাই কোম্পানির সাপোর্ট কত দ্রুত তা নিশ্চিত হয়ে নিন। হোস্টিং কোম্পানি জিজ্ঞাসা করুন তাদের গ্যারান্টেড সাপোর্ট রেসপন্স টাইম কেমন। এবং কি কি মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকে। হোস্টিং ফিচার হোস্টিং প্লানগুলোর মধ্যে কোন লিমিটেশন থাকলে সেটা অনেক সময় ভালভাবে উল্লেখ করা থাকে না। তাই প্লানগুলোর তুলনা করে আপনার চাহিদার সাথে বেপারগুলো মিলে কিনা তা দেখে নিন। আপনি যদি এএসপি ডট নেটে সাইট বানাতে চান তাহলে আপনার উন্ডডোজ হোস্টিং লাগবে। লিনাক্স হোস্টিং এ চলবে না। আপনার যে যে ফিচার প্রয়োজন তা তারা দিতে পারছে কি না দেখে নিন। লিমিটেশন জেনে নেওয়া আপনি আপনার হোস্টিং এ কি কি হোস্ট করতে পারবেন এবং কতটুকু স্পেস, ব্যান্ডউইথ, সিপিউ ব্যবহার করতে পারবেন তা টার্মস অব সার্ভিসেস পেজে দেয়া থাকে। তাই কোম্পানির টার্মস অব সার্ভিসেস পড়ে নিতে হবে। কন্ট্রোল প্যানেল আপনার ওয়েব সাইট ম্যানেজ করার জন্য কন্ট্রোল প্যানেল প্রয়োজন। কন্ট্রোল প্যানেলের সাহায্যে আপনি আপনার ওয়েব সাইট সহজেই ম্যানেজ করতে পারেন। ওয়েব হোস্টিং এ সব চেয়ে সহজ এবং অধিক ফিচার সমৃদ্ধ কন্ট্রোল প্যানেল হচ্ছে সিপ্যানেল। তাই সবসময় সিপ্যানেল হোস্টিং নেয়ার কথা চিন্তা করুন। সার্ভার লোড সাভার ওভার লোড কিনা তা নিশ্চিত হয়ে নিন। আপনি হোস্টিং কোম্পানিকে সার্ভারের টোটাল কোর এবং প্রসেসর সম্পর্কে জিজ্ঞাসা করুন। যদি সার্ভার কোর ৮টা হয় এবং তাদের সার্ভার লোড ৮ এর উপরে হয় তাহলে সার্ভার ওভারলোড। এবং ওভারলোড সার্ভারে সাইট হোস্ট করলে সাইট লোড হতে বেশি সময় নিবে। এসব বিষয় খেয়াল রেখে ডোমেইন এবং হোস্টিং কিনলে আশাকরি ভাল মানের হোস্টিং কিনতে পারবেন। নিচে আলোচিত ৩০টি প্রয়োজনীয় টুলস দ্বারা আপনি জানতে পারবেন কিভাবে ওয়েব পেজ তৈরী করতে হয়, এর জন্য কি কি টুলস লাগবে, কোথায় সেগুলো পাবেন,কিভাবে আপলোড করতে হয়,ম্যানেজ করার টুলস,জনপ্রিয়তার মাপকাঠি এবং সার্চ ইন্জিনে কিভাবে নিবন্ধন করতে হয় ইত্যাদি।যারা ওয়েব পেজ নিয়ে কাজ করতে চান তাদের এটি কাজে
    Share:

    শাহরুখের জন্য সময় নেই দীপিকার বিস্তারিত এখানে দেখুন

    204850383166-deepika-srk-2
    শাহরুখকে নিজের মেন্টর মনে করেন দীপিকা।
    বলিউড ক্যারিয়ারের শুরু থেকেই শাহরুখ তাঁর
    পাশে থেকেছেন। এমনকী, কিং খানও
    দীপিকাকে নিজের ‘লাকি ম্যাসকট’মনে করেন।
    বলিউডে পা রেখেছিলেন তাঁর হাত ধরেই। কিন্তু
    এখন সেই কিং খানের জন্যেই নাকি ডেট নেই
    দীপিকার।
    তার বদলে রণবীর সিং-এর সঙ্গেই ছবি করবেন
    বলে ঠিক করেছেন নায়িকা। অনেকদিন ধরেই
    শোনা যাচ্ছিল আনন্দ এল রাই’এর পরের ছবির মুখ্য
    নারীচরিত্রে দেখা যেতে পারে দীপিকাকে।
    তার আগে অবশ্য ক্যাটরিনা কাইফের নামও
    শোনা যাচ্ছিল। কিন্তু তারপর পরিচালকের মনে
    ধরে দীপিকাকেই। তবে মনে হচ্ছে, সে আশাও
    পূর্ণ হচ্ছে না। দীপিকা ছবিটা করতে সাফ মানা
    করে দিয়েছেন! কারণটা আর কিছুই নয়, ডেটের
    সমস্যা। সঞ্জয় লীলা বানসালীর ‘পদ্মাবতী’র
    কাজ এখনও শেষ হয়নি। তাই দীপিকা কিছুতেই
    নতুন ছবির জন্যে সময় বের করে উঠতে পারছেন না।
    আনন্দ এল রাই’এর ছবিতে এই প্রথমবার শাহরুখ
    খানকে দেখা যাবে বামনের চরিত্রে। তবে
    নায়িকা কিছুতেই চূড়ান্ত করতে পারছেন না
    পরিচালক।

    Share:

    মাহে রমজান, পবিত্র আল-কুরআন নাজিলের মাস, রহমত ও বরকতের মাস

    mixtrickbd.com
    আল্লাহ রাব্বুল আলামিন বলেন: রমজান মাস, এতে নাজিল হয়েছে আল-কুরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী। (সূরা বাকারা: ১৮৪) রমজান মাসে মানুষের হেদায়াত ও আলোকবর্তিকা যেমন নাজিল হয়েছে তেমনি আল্লাহ র রহমত হিসেবে এসেছে সিয়াম। তাই এ দুই নিয়ামতের শুকরিয়া আদায় করতে বেশি বেশি করে কুরআন তিলাওয়াত করা উচিত। প্রতি বছর রমজান মাসে জিবরাইল (আ) রাসূল (সাঃ)-কে পূর্ণ কুরআন শোনাতেন এবং রাসূল (সাঃ) -ও তাকে পূর্ণ কুরআন শোনাতেন। আর জীবনের শেষ রমজানে আল্লাহর রাসূল দু’বার পূর্ণ কুরআন তিলাওয়াত করেছেন। সহিহ মুসলিমের হাদীস দ্বারা এটা প্রমাণিত। যখন রমজানের আগমন হত তখন রাসূলে করিম (সাঃ) অতিশয় আনন্দিত হতেন, তাঁর সাহাবাদের বলতেন, তোমাদের দ্বারে বরকতময় মাস রমজান এসেছে। এরপর তিনি এ মাসের কিছু ফযীলত বর্ণনা করে বলতেন, আল্লাহ তা‘আলা তোমাদের জন্য সিয়াম পালন ফরজ করেছেন। এ মাসে আকাশের দ্বারসমূহ খুলে দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় জাহান্নামের দরজাগুলো। অভিশপ্ত শয়তানকে বন্দি করা হয়। এ মাসে রয়েছে একটি রাত যা হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ। যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে মূলত সকল কল্যাণ থেকে বঞ্চিত হল। (নাসায়ী) আমাদের কর্তব্য আল্লাহ র এ অনুগ্রহের মূল্যায়ন করতে চেষ্টা করা, এ মাসের ফযীলত ও তাৎপর্য অনুধাবনে সচেষ্ট হওয়া ও ইবাদত-বন্দেগিসহ সকল কল্যানকর কাজে নিয়োজিত থাকা। সহি নিয়তে রোজা পালনের সাথে সব সময় দোয়া, তাছবীহ, কুরআন তেলাওয়াতে রত থাকতে হবে। ইনশাল্লাহ রহমতের এই মাস রমজানে আমরা সকল ওয়াক্তের ফরজ ও সুন্নত নামাজ আদায় করবো এবং তারাবীহসহ তাহাজ্জুদ নামাজ আদায়ের সর্বত্তোম চেষ্টা করবো এবং যতো বেশী পারা যায় কুরআন তেলাওয়াত করবো। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব । [সহীহ মুসলিম] নবী করীম (সাঃ) বলেছেন, কুরআনকে আঁকড়ে ধরো , তাহলে কখনো বিপথগামী হবেনা। [মিশকাত] মহানবী (সাঃ) বলেছেন, যে আল্লাহর কিতাবের পথ ধরে সে দুনিয়াতে বিপথগামী হয়না এবং পরকালে হয়না দুর্ভাগা । [মিশকাত] নবী করীম (সাঃ) বলেছেন, আমার উম্মতের সম্মানিত লোক হলো কুরআনের বাহক আর রাতের সাথীরা। [বায়হাকী] রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, কুরআন উচ্চস্বরে পাঠকারী প্রকাশ্যে দান- খয়রাতকারীর অনুরূপ এবং গোপনে কুরআন পাঠকারী গোপনে দানকারীর মত। [কিতাবুস সালাত] হযরত উম্মে হাবীবা (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক বার রাকাত নফল/সুন্নাত নামায আদায় করবে- এর বিনিময়ে আল্লাহ তা’য়ালা তার জন্য বেহেশতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করবেন। [কিতাবুস সালাত](হাদীস নং-১২৫০) আব্দুল্লাহ ইবন উমার (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, কিয়ামতের দিন কুরআনের পাঠককে বলা হবে, তুমি তা পাঠ করতে থাক এবং উপরে চড়তে (উঠতে) থাক। তুমি তাকে ধীরে সুস্থে পাঠ করতে থাক, যেরূপ তুমি দুনিয়াতে পাঠ করতে। কেননা তোমার সর্বশেষ বসবাসের স্থান (জান্নাত) ঐটিই যেখানে তোমার কুরআনের আয়াত শেষ হবে। [কিতাবুস সালাত](হাদীস নং-১৪৬৪) আয়েশা (রা:) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি রাসূলুল্লাহ (সাঃ) বলেন, যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং কুরআনে অভিজ্ঞও- সে ব্যক্তি অতি সম্মানিত ফেরেশতাদের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি কুরআন পাঠের সময় আটকে যায় এবং কষ্ট করে পড়ে, তার জন্য দু’টি বিনিময় অবধারিত। [কিতাবুস সালাত] (হাদীস নং-১৪৫৪) আয়েশা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, তোমরা সাধ্যানুযায়ী আমল কর। কেননা আল্লাহ তা’য়ালা তোমাদের কোন আমলকে বন্ধ করেন না, যতক্ষণ না তোমরা নিজেরাই তা বন্ধ কর। কেননা আল্লাহ তাআলার নিকট ঐ আমলই অধিক পছন্দনীয় যা নিয়মিত আদায় করা হয়ে থাকে, যদিও পরিমাণে তা কম হয়। তিনি রাসুল (সাঃ) যখন কোন আমল শুরু করতেন, তখন তা নিয়মিতভাবে আদায় করতেন। [কিতাবুস সালাত](হাদীস নং-১৩৬৮)
    Share:

    রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭

    নববর্ষের আগমনকে অারো বরণীয় করতে টেলিটক দিচ্ছে মাত্র ২৪ টাকায় ১৪২৪ এমবি ইন্টারনেট এবং ১৪২৪ সেকেন্ড টকটাইম।


    পহেলা বৈশাখ উপলক্ Teletalk-e
    দারুণ অফার!
    .
    বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে:-
    মাত্র ২৪ টাকায় (VAT, SD & SC
    অন্তর্ভুক্ত) উপভোগ করুন ১৪২৪ MB ডাটা
    এবং, ১৪২৪ অননেট সেকেন্ড।
    .
    অফারটি নিতে ২৪ টাকা রিচার্জ করুন
    অথবা, ডায়াল করুন *111*62# অথবা, P24
    লিখে SMS করুন 111 তে।
    .
    (১৩ ই এপ্রিল ২০১৭, রাত ০০:০১ থেকে শুরু
    করে ১৭ ই এপ্রিল ২০১৭, রাত ১১:৫৯ পর্যন্ত)
    .
    ৫ দিনব্যাপী, অফারটি চলাকালীন
    সময়ে যতবার ইচ্ছে নিতে পারবেন।
    .
    (মেয়াদ: ৩ দিন)।
    .
    ব্যবহারের সময় দিন রাত ২৪ ঘণ্টা।
    Share:

    শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

    চলুন আজ আপনাদের যেকোন web page edit করা শিখাই মজা করি বন্ধুদের সাথে [AZ]

    আসসালামুয়ালাইকুম বন্ধুরা,
    আজ পোষ্ট শুরু করার আপনাদের একটা promise করতে হবে। পোস্টটা মজার হলেও। plz আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো তাহলে শুরু করি,

    আমি আপনাদের আজ যেকোন web page edit করা শিখাবো

    আপনারা হয়তো অনেকেই ভাবছেন web page আবার edit কি?
    আমরা যখন facebook/google, youtube
    যেকোন website যাই তখন আপনার মেবাইল বা পিসির display তে যেটা দেখতি পাই সেটাই web site এর পেজ। আর এই পেজ যা লেখা থাকে এগোলো change করাই হলো web page edit।
    NOTE:আপনারা শুধু change করতে পারবেন but save করতে পারবেন না।sc নিয়া রাখতে পারেন।
    চলুন আপনাদের একটা demo দেখাই
    দেখুন আমি Trickbd এর admin হয়ে গেসি:-P
    বেপার টা অনেক মজার। এটা যদি আমি এখন আমার friends দের দেখাই সবাই তো থ।। *_**_*
    শুধু trickbd না যেকোন web site এ করতে পারবেন।
    তাহলে দেখুন কিভাবে করবেন
    1,প্রথমে এখান থেকে web page edit apk টি নামিয়ে নিন।
    ২.apss টি install দিয়ে ওপেন করার পর নিচের মত আসবে

    3.search box এ আপনার ইচ্ছা মত web site লিখুন আমি youtube ই লিখলাম

    এখন youtube গেলাম
    এবার youtube open হলো।
    আমরা সব যাগাতেই edit করতে পারবো।। আমি একটা মজার যায়গায় করে দেখাই
    আমি আমার chanel টাতে গেলাম
    এখানে দেখুন বেশি subscriber নেই
    এখন দেখুন আপনাদের edit করে দেখাই
    উপরে পেন টা তে click করে on করে নিন
    এখন যেখানে edit করবেন সেটার last a tab করুন । এখন যা ইচ্ছা হয় লিখে ফেলুন

    এবার sc নিয়ে মজা করুন আপনারা facebook comment message সব edit করতে পারবেন। তাই কেউ খারা কাজে ব্যাবহার করবেন না। শুধু মজা নিন বন্ধুদের সাথে
    Share:

    কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল খুব সহজেই খুজে বের করবেন।

    • আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। সবাইকে OurTechBD পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।
    (আগেই বলে নেই যে, এই রকম পোষ্ট আগে একজন টিউনার করেছিল বাট তার পোষ্ট টি ছিলো Website দ্বারাতে এবং এক্টু বড়, আর আমার পোষ্ট একটি সফটওয়্যারের দ্বারাতে এবং মাত্র ৬০ সেকেন্ডে )
    আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল খুব সহজেই খুজে বের করবেন।
    তো এর জন্য শর্ত হল আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলে একটি gmail লগিন করা থাকতে হবে।কারন আমরা mail দিয়েই মোবাইল খুজে বের করবো।
    তারপর আরেকটি সফটওয়্যার লাগবে,সফটওয়্যার টি Play Store থেকে ডাউনলোড করে নিবেন।
    প্রথমে আপনি Play Store-এ যাবেন এবং সার্চ করবেন Device Manager লিখে।
    তারপর আপনি অনেক গুলো সফটওয়ার দেখতে পাবেন, সেখান থেকে আপনি Android Device Manager সফটওয়্যার টি ইন্স্টল করে নিবেন। আর যদি কেউ Play Store থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে এই লিংক থেকে ডাউনলোড করে নিন।
    Device Manger

    ডাউনলোড করার পর সফটওয়ার টি অপেন করবেন।
    অপেন করলে আপনি ইমেইল লগিন করার একটি পেজ দেখতে পাবেন , এখানে আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলের ইমেইল দিয়ে Sign In করবেন। Sign In করলে সাথে সাথে আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলের লোকেশন দেখতে পাবেন। পিকচার টিতে লক্ষ করুন !!! দেখুন মোবাইল লোকেশন বের হয়ে আসছে অর্থ্যাৎ Raipura -তে আছে, এমনকি আমার হাতে মোবাইল টি আছে তা ও দেখাচ্ছে।
    এখান থেকে আপনি আপনার মোবাইলে Ring দিতে পারবেন Ring লেখাতে ক্লিক করে। তার পর আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি লক করতে পারবেন এবং সমস্ত ফাইল ডিলেট করে দিতে পারবেন Setup Lock And Erase- এ ক্লিক করে।
    আাশা করি পোষ্টটি বুঝতে পারছেন !! তার পর ও যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও টি দেখে নিন।
    আপনার হারিয়ে যাওয়া মোবাইল খুজে নিন ১ মিনিটে।

    আর যেকোনো সমস্যা হলে আমাকে জানাবেন।
    ফেসবুকে আমি।
    Share:

    কিভাবে আপনার WordPress সাইটের প্রতিটি ছবিকে Seo Friendly করে তুলবেন।

    কেমন আছেন সবাই।
    অনেক দিন পর তাই না? 
    আজ দেখাব কিভাবে আপনার WordPress সাইটের প্রতিটি ছবিকে Seo Friendly করে তুলবেন।
    তো চলুন ফাটিয়ে দেওয়া যাক………!!!
    প্রথমে আপনার সাইটের প্লাগিন ষ্টোরে গিয়ে নিচের Plugin টি সার্চ করে ইনস্টল করে এক্টিভ করুন
    Name: Seo Image Optimize
    না বুঝলে ছবি ফলো করেন।

    তহলে settings টাও ছবির মতো করে নিন 😀😀😀
    এবার একটু নাকে তেল দিয়ে ঘুমান আপনার seo ঐ প্লাগিন করবে।
    Share:

    আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার WordPress সাইটের পোস্ট এ ফেসবুকের মত রিয়াক্ট সিস্টেম করতে পারবেন

    আসসালামো আলাইকুম….
    আশা করি সবাই ভালো আছেন ট্রিকবিডির সাকে থাকলে তো ভালো থাকবেন ই…
    ★ আমার HSC Exam চলছে এজন্য অনেকদিন পোস্ট করেনি…
    ★ কথা না বাড়িয়ে কাজের কথা আসি
    ~ আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার WordPress সাইটের পোস্ট এ ফেসবুকের মত রিয়াক্ট সিস্টেম করতে পারবেন…

    শুরু করলাম


    # এখান থেকে Plugins টা ডাউনলোড করুন Download Now
    # আপনার সাইটের ডিসবোর্ড এ যান yoursitelink/wp-admin যান
    # এবার Plugins ক্লিক করুন এবং Add New এ ক্লিক করুন

    # এখন Uplode Plugins a ক্লিক করুন

    # এবার প্রথমে ডাউনলোড করা Plugins টা আপলোড করে দিন
    & Install Now এ ক্লিক করুন

    # এবার Activate Plugins এ ক্লিক করুন

    #এবার দেখুন Plugins Activated হয়ে গেছে

    # এবার দেখুন আপনার সাইটের সব পোস্ট এ রিয়াক্ট বাটন চলে এসেছে


    কাজ শেষ…. আসলে আপনাদের সুবিধার্তে ভিডিও ও দিতাম কিন্তু ফোনটা এখন আনরুট আছে এজন্য দিতে পারলাম না..
    ভালো ভাবে বোঝানোর চেষ্ট করেছি
    ভূল হলে ক্ষমা করার চেষ্টা করবেন
    সমস্যা হলে ফেসবুকে ম্যাসেজ দিবেন Facebook.com
    # আমি এবার HSC EXAM দিচ্ছি দো’আ করবেন সবাই আমার জন্য…
    আল্লাহ হাফেজ
    Share:

    কিভাবে আপনার সাইটের পোস্ট অন্যদের কপি করার হাত থেকে রক্ষা করবেন

    আশা করি সবাই ভালো আছেন।।
    আজ দেখাব কিভাবে আপনার সাইটের পোস্ট অন্যদের কপি করার হাত থেকে রক্ষা করবেন।
    দেখা যাই আপনি খুব কষ্ট করে আপনার সাইটে একটা পোস্ট করলেন আর ভাবলেন এটা গুগলে সবার আগে থাকবে তাহলে মেলা ভিজিটর তো পাবোই আবার ইনকাম টাও বেশ ভালো হবে। (ভিজিটর হলেই তো ইনকাম)
    কিন্তু দেখা যাই এক প্রকার কপিবাজ যে আপনার কষ্ট করে লেখা পোষ্টি কপি তো করেই আবার Google webmaster tools এ গিয়ে সাবমিট করে সে গুগলে আপনার আগে এসে হাজির।
    যেহেতু সে চালাকি করে আগে আসে সেহেতু গুগল আপনায় পরে দেখে আপনাকেই কপিরাইট ধরে রেন্ক কমাই দেই।
    এ থেকে রক্ষার জন্য প্রথমে আপনার সাইটের প্লাগিন ষ্টোরে গিয়ে
    Plugin: Wp copyprotect
    ইন্সটল করে নিচের ভিডিওটি দেখে setting করেই দেখুন এবার কি মজা বাদে।

    কপি তো করতেই পারবে না আবার লেখা উঠবে “””””বেটা চোর””””
    Share:

    বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭

    যারা লাইভ ক্রিকেট স্কোর জানতে Cricbuzz এপ ব্যবহার করেন তাদের জিন্য নিয়ে এলাম Cricbuzz Moded Version_Cricbuzz অফিশিয়াল এপ থেকে ও কম এম্বি খাই_Posted By Os

    প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়াই আমিও ভাল আছি।
    আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম দারুন একটা এপ যার নাম হচ্ছে Cricbuzz moded। টাইটেল এ হয়ত পড়েছেন যে এই Cricbuzz moded এপ টা খুভ কম এম্বি খাই।এই এপ টা এম্বি কম খাই কারন হচ্ছে এর মধ্যে কোব এড লাগানো নেই যার কারনে আপনার পেইজ রিফ্রেশ এর সমই কেবি কম কাটে,আর যদি এড লাগানো থাকত তাহলে পেইজ রিফ্রেশ এর সমই এড গুলাই বেশি কেবি খাই।সব চেয়ে বড় কথা হলো এটার মেটারিয়াল ডিজাইন।অসাধারন লাগে এপ টা।

    Cricbuzz Moded Features:


    Osm (Awesome) Material Design with new gorgeous icon
    Removed all types of ads (including Sponsored contents).
    Removed google analytics.
    Made app size smaller.
    In-App updater of added for future MOD updates.

    Top Features:


    Live cricket score updates and ball by ball text commentary that helps you visualize the action.
    Match Timelines and Twitter Timelines in the Commentary page (Match Center)
    Match alerts via push notification service – so that you don’t miss THE moment
    Latest cricket news and editorials – to keep you posted on the latest happenings.
    Current Matches page – To help you follow all live matches in one place.
    Upcoming matches – what’s up for tomorrow, next week, next month?
    Series Home – Complete coverage of any major series/tournament in one place.
    Results of recent matches – in case you want to look at the scorecard of a game that you recently missed.
    Series Stats and Overall Records – for the ones obsessed with numbers
    Photos – because a picture is worth a thousand words and all that.
    Differential sized Widgets – Bringing the game onto your home-screen.
    Player profiles – Cricket is all about the players – runs, wickets and everything else.
    Player and Team Rankings for ODIs, Tests, and T20Is.
    Points tables for all major tournaments – Which team is at the top and who will get knocked out?
    Cricket On Twitter: Follow your favorite cricketers and commentators on Twitter.
    Cricket Videos (BETA): For select series and countries only at this point of time……

    Cricbuzz Moded Screenshoots:






    How To Install


    প্রথমে নিচ থেকে এপ টা ডাউনলোড করেন।

    Cricbuzz moded.Apk


    আগে যে Cricbuzz এপ টা ইন্সটল করা ছিল ওই টা আনইন্সটল করুন,তারপর এটা ইন্সটল করুন।
    😉Enjoy This App Features
    Share:

    যোগাযোগ ফর্ম

    নাম

    ইমেল *

    বার্তা *

    ব্লগ সংরক্ষাণাগার