শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

কিভাবে আপনার WordPress সাইটের প্রতিটি ছবিকে Seo Friendly করে তুলবেন।

কেমন আছেন সবাই।
অনেক দিন পর তাই না? 
আজ দেখাব কিভাবে আপনার WordPress সাইটের প্রতিটি ছবিকে Seo Friendly করে তুলবেন।
তো চলুন ফাটিয়ে দেওয়া যাক………!!!
প্রথমে আপনার সাইটের প্লাগিন ষ্টোরে গিয়ে নিচের Plugin টি সার্চ করে ইনস্টল করে এক্টিভ করুন
Name: Seo Image Optimize
না বুঝলে ছবি ফলো করেন।

তহলে settings টাও ছবির মতো করে নিন 😀😀😀
এবার একটু নাকে তেল দিয়ে ঘুমান আপনার seo ঐ প্লাগিন করবে।
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

ব্লগ সংরক্ষাণাগার