- আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। সবাইকে OurTechBD পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।
আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল খুব সহজেই খুজে বের করবেন।
তো এর জন্য শর্ত হল আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলে একটি gmail লগিন করা থাকতে হবে।কারন আমরা mail দিয়েই মোবাইল খুজে বের করবো।
তারপর আরেকটি সফটওয়্যার লাগবে,সফটওয়্যার টি Play Store থেকে ডাউনলোড করে নিবেন।
প্রথমে আপনি Play Store-এ যাবেন এবং সার্চ করবেন Device Manager লিখে।
তারপর আপনি অনেক গুলো সফটওয়ার দেখতে পাবেন, সেখান থেকে আপনি Android Device Manager সফটওয়্যার টি ইন্স্টল করে নিবেন। আর যদি কেউ Play Store থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে এই লিংক থেকে ডাউনলোড করে নিন।
Device Manger
ডাউনলোড করার পর সফটওয়ার টি অপেন করবেন।
অপেন করলে আপনি ইমেইল লগিন করার একটি পেজ দেখতে পাবেন , এখানে আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলের ইমেইল দিয়ে Sign In করবেন। Sign In করলে সাথে সাথে আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলের লোকেশন দেখতে পাবেন। পিকচার টিতে লক্ষ করুন !!! দেখুন মোবাইল লোকেশন বের হয়ে আসছে অর্থ্যাৎ Raipura -তে আছে, এমনকি আমার হাতে মোবাইল টি আছে তা ও দেখাচ্ছে।
এখান থেকে আপনি আপনার মোবাইলে Ring দিতে পারবেন Ring লেখাতে ক্লিক করে। তার পর আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি লক করতে পারবেন এবং সমস্ত ফাইল ডিলেট করে দিতে পারবেন Setup Lock And Erase- এ ক্লিক করে।
আাশা করি পোষ্টটি বুঝতে পারছেন !! তার পর ও যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও টি দেখে নিন।
আপনার হারিয়ে যাওয়া মোবাইল খুজে নিন ১ মিনিটে।
আর যেকোনো সমস্যা হলে আমাকে জানাবেন।
ফেসবুকে আমি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন