শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭

কিভাবে আপনার সাইটের পোস্ট অন্যদের কপি করার হাত থেকে রক্ষা করবেন

আশা করি সবাই ভালো আছেন।।
আজ দেখাব কিভাবে আপনার সাইটের পোস্ট অন্যদের কপি করার হাত থেকে রক্ষা করবেন।
দেখা যাই আপনি খুব কষ্ট করে আপনার সাইটে একটা পোস্ট করলেন আর ভাবলেন এটা গুগলে সবার আগে থাকবে তাহলে মেলা ভিজিটর তো পাবোই আবার ইনকাম টাও বেশ ভালো হবে। (ভিজিটর হলেই তো ইনকাম)
কিন্তু দেখা যাই এক প্রকার কপিবাজ যে আপনার কষ্ট করে লেখা পোষ্টি কপি তো করেই আবার Google webmaster tools এ গিয়ে সাবমিট করে সে গুগলে আপনার আগে এসে হাজির।
যেহেতু সে চালাকি করে আগে আসে সেহেতু গুগল আপনায় পরে দেখে আপনাকেই কপিরাইট ধরে রেন্ক কমাই দেই।
এ থেকে রক্ষার জন্য প্রথমে আপনার সাইটের প্লাগিন ষ্টোরে গিয়ে
Plugin: Wp copyprotect
ইন্সটল করে নিচের ভিডিওটি দেখে setting করেই দেখুন এবার কি মজা বাদে।

কপি তো করতেই পারবে না আবার লেখা উঠবে “””””বেটা চোর””””
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

ব্লগ সংরক্ষাণাগার